ভারতে লঞ্চ হল মাহিন্দ্রা’র অল-নিউ ভিরো এলসিভি

Estimated read time 1 min read

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড ভারতে ‘মাহিন্দ্রা ভিরো’ নামের একটি নতুন লাইট কমার্সিয়াল ভেহিকেল (এলসিভি) চালু করেছে, যার দাম ৭.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হয়েছে।

মাহিন্দ্রা ভিরো’র মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে: (১) বেস্ট-ইন-ক্লাস মাইলেজ অ্যান্ড পেলোড ক্যাপাসিটি (১,৬০০ কেজি), (২) মাল্টিপল ইঞ্জিন অপশন্স (ডিজেল, সিএনজি ও ফিউচার ইলেক্ট্রিক), (৩) অ্যাডভান্সড সেফটি ফিচার্স অ্যান্ড প্রিমিয়াম কেবিন এক্সপিরিয়েন্স, (৪) বিল্ট অন দ্য ইনোভেটিভ আর্বান প্রসপার প্লাটফর্ম (ইউপিপি), (৫) সেগমেন্ট-ফার্স্ট টেক: ড্রাইভার-সাইড এয়ারব্যাগ, রিভার্স পার্কিং ক্যামেরা, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, (৬) ১৮.৪ কিমি/লি মাইলেজ (ডিজেল) এবং ৫.১ মিটার টার্নিং রেডিয়াস-সহ সহরে চলাচলের উপযুক্ত করে ডিজাইন করা হয়েছে। মাহিন্দ্রা ভিরোর লক্ষ্য এলসিভি <৩.৫ টি সেগমেন্টটিকে তার বহুমুখিতা, পারফরম্যান্স ও ব্যয়-সাশ্রয় যোগ্যতা দিয়ে নতুন করে সংজ্ঞায়িত করা।

এটি ‘সোচ সে আগে’ (চিন্তার আগে) ট্যাগলাইনের অধীনে ‘ক্যাটাগরি ডিসরাপ্টার’ হিসেবে নিজস্ব অবস্থান গড়ে নিয়েছে।

You May Also Like

More From Author