সি-সেগমেন্টের ইলেকট্রিক এসইউভি লঞ্চ করল মাহিন্দ্রা

মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা লিমিটেড তার প্রথম করেছে। মাহিন্দ্রার এই ইলেকট্রিক এসইউভি দুটি ভেরিয়েন্টে উপলব্ধ। XUV400 EC এবং XUV400 EL। যা ৫টি  রঙ তথা   আর্কটিক ব্লু, এভারেস্ট হোয়াইট, গ্যালাক্সি গ্রে, নাপোলি ব্ল্যাক এবং ইনফিনিটি টু ব্লু বিকল্প সহ সাটিন কপারে পাওয়া যাবে। মাহিন্দ্রার এই ইলেকট্রিক এসইউভি-র দাম শুরু ১৫.৯৯ লাখ টাকা থেকে।  প্রথম পর্বে ২৬ জানুয়ারি থেকে বুকিং শুরু হবে এবং  ৩৪টি শহরে একসাথে লঞ্চ হবে মাহিন্দ্রার ইলেকট্রিক এসইউভি।

মাহিন্দ্রার লক্ষ হল প্রাথমিক ভাবে দুটি ভেরিয়েন্টের প্রতিটির জন্য  লক্ষ ৫,০০০বুকিং। লঞ্চের এক বছরের মধ্যে মাহিন্দ্রার লক্ষ XUV400 এর ২০,০০০ইউনিট সরবরাহ করা। দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে XUV400। ৩৯.৪ kWh ব্যাটারি দ্বারা চালিত XUV400 এবং XUV400 EC একটি ৩৪.৫ kWh ব্যাটারি দ্বারা চালিত। এছাড়া  ই-এসইউভি গুলি তিন বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি / সীমাহীন kms এর সাথে আসে এবং এর সাথে ব্যাটারি এবং মোটরের জন্য ৮ বছর বা ১৬০,০০০kms (যেটি আগে হয়) ওয়ারেন্টি থাকবে।

মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার  অটোমোটিভ সেক্টরের প্রেসিডেন্ট বিজয় নাকরা বলেন,  XUV400 লঞ্চ মাহিন্দ্রার ইলেকট্রিক এসইউভি লঞ্চ করতে পেরে আমরা গর্বিত।