মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের মাহিন্দ্রা কনস্ট্রাকশন ইকুইপমেন্ট (এমসিই) নিয়ে এলো নতুন বিএস-৪ বিধিসম্মত কনস্ট্রাকশন ইকুইপমেন্ট – মাহিন্দ্রা আর্থমাস্টার ব্যাকহো লোডার ও মাহিন্দ্রা রোডমাস্টার মোটর গ্রেডার। এমসিই’র বিএস-৪ রেঞ্জের লক্ষ্য হল ক্রেতাদের ইন্ডাস্ট্রির সবথেকে কম রক্ষনাবেক্ষণ ব্যয়বিশিষ্ট কনস্ট্রাকশন ইকুইপমেন্ট প্রদান করা। উল্লেখ্য, ২০১১ সাল থেকে মাহিন্দ্রা কনস্ট্রাকশন ইকুপমেন্ট (এমসিই) ভারতের গ্রাহকদের জন্য তাদের প্রয়োজন অনুসারে নানারকম মেশিন ডিজাইন ও নির্মাণ করে আসছে।
মাহিন্দ্রা ট্রাক-অ্যান্ড-বাস অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্টের বিজনেস হেড জলজ গুপ্তা জানান, মাহিন্দ্রা’র নতুন বিএস-৪ বিধিসম্মত কনস্ট্রাকশন ইকুইপমেন্টগুলি গ্রাহকদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ভারতেই ডিজাইন করে শক্তপোক্তভাবে নির্মিত। এগুলি গ্রাহকদের হাতে তুলে দিতে পেরে তারা আনন্দিত।