থ্রি-ডি বায়োপ্রিন্টিং বিষয়ে ‘মাহে’ র ওয়ার্কশপ

মণিপাল সেন্টার ফর বায়োথেরাপিউটিক্স রিসার্চ-এ (এমসিবিয়ার) ‘থ্রি-ডি বায়োপ্রিন্টিং ফর বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনস’ শীর্ষক একটি তিনদিনের ওয়ার্কশপ উদ্বোধন করেছেন মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন-এর (মাহে) ভাইস-চ্যান্সেলর লে. জেনারেল (ড.) এম ডি ভেঙ্কটেশ। মণিপালে এধরণের ওয়ার্কশপ এই প্রথম। এখানে অংশগ্রহণকারীদের জি কোড তৈরি করা, থ্রি-ডি স্ট্রাকচার ডিজাইন করা ও থ্রি-ডি বায়োপ্রিন্টিং-এর সফটওয়্যার বিষয়ে সচেতন করা হবে।

লে. জেনারেল (ড.) এম ডি ভেঙ্কটেশ বলেন, ‘ট্রানস্লেশনাল রিসার্চের ক্ষেত্রে থ্রি-ডি বায়োপ্রিন্টিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে চিকিৎসাশাস্ত্রের বিভিন্ন শাখা উপকৃত হতে পারবে, যেমন অর্থোপেডিক্স, ডেন্টিস্ট্রি, ডার্মাটোলজি, ইত্যাদি। রোগীর আরও ভাল পরিচর্যার ক্ষেত্রেও শীঘ্রই থ্রি-ডি বায়োপ্রিন্টিং বিশেষ ভূমিকা নিতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহে’র প্রো ভাইস-চ্যান্সেলর (হেলথ সায়েন্সেস) ড. শরথ কে রাও। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার আলফাটেক সিস্টেমস-এর কর্ণধার ও ওয়ার্কশপের আহ্বায়ক সুমন্ত ভুতোরিয়া। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ড. অনিল কুমার (সায়েন্টিস্ট জি, শ্রীচিত্রা তিরুনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ত্রিবান্দ্রম)। ওয়ার্কশপে আগত সকলকে স্বাগত জানান ওয়ার্কশপের অর্গানাইজিং চেয়ারম্যান ড. রভিরাজা এনএস (প্রফেসর অ্যান্ড কোঅর্ডিনেটর এমসিবিআর)। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ওয়ার্কশপ কনভেনর ড. এস ভি কির্থনাশ্রী (অ্যাসোসিয়েট প্রফেসর এমসিবিআর)।