বছর শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন মহারাজ

করোনা নেগেটিভ হয়ে বছরের শেষদিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন প্রাক্তন ভারতীয় ক্রীকেট দলের ক্যাপ্টেন তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। জানা গেছে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। খাওয়া দাওয়াও স্বাভাবিক ভাবে করতে পারছেন। ওমিক্রনের টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় বাড়িতে নিভৃতবাসে থেকেও তাঁর চিকিৎসা চালানোর অনুমতি দিয়েছেন চিকিৎসকেরা। তাই হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় করোনা রিপোর্ট পজেটিভ আসায় দ্বিতীয়বার পরীক্ষা করা হয়, কিন্তু সেবারও রিপোর্টও পজেটিভ আসে৷ এর পর তিনি ওমিক্রন আক্রান্ত কিনা, সেটি জানতে নমুনা কল্যাণীতে জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়৷ শুক্রবার সেই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তির শ্বাস নিয়েছেন সবাই৷ এতদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন সৌরভ গাঙ্গুলি৷ তাঁর চিকিৎসার জন্য তিন সদস্যের একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছিল৷ 

জানা গেছে, বৃহস্পতিবার স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছেন৷ রাতে ঠিক মতো ঘুমও হয়েছে। এতে বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থার উন্নতিই হয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। তাই তাঁরা, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত সৌরভকে বাড়িতে কোভিড বিধিনিষেধ মেনে নিভৃতবাসে থেকে চিকিৎসা চালানোর অনুমতি দিয়েছেন।