ভোটার আগেই চাঞ্চল্যকর বার্তা মদনের

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বীরভূমের ‘বাঘ’, অনুব্রত মণ্ডল এখন দিল্লিতে ইডি-র হেফাজতে। ফলে এবারের পঞ্চায়েত ভোট হবে তাঁকে ছাড়াই। এই পরিস্থিতিতে কামারহাটির বিধায়ক মদন মিত্র জানালেন অনুব্রতর হয়ে নাকি তিনিই এবার ‘চড়াম চড়াম’ ঢাক বাজাবেন।

তৃণমূলের কালারফুল নেতার কথায়, “পঞ্চায়েত ভোটের আগে দরকার হলে অনুব্রতর বদলে বীরভূমের বর্ডারে দাঁড়িয়ে আমিই চড়াম চড়াম ঢোল বাজিয়ে দেব।” মদন আরও বলেন, “অনুব্রতকে কোর্টের অর্ডারে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। এর এফেক্ট পড়বে পঞ্চায়েত ভোটে। তৃণমূল ৯৮ শতাংশ আসনেই জয়ী হবে।”

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে একসময় ‘চড়াম চড়াম’, ‘রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে’-এর মতো শব্দবন্ধে রাজনৈতিক হাওয়া গরম করেছিলেন অনুব্রত৷ সরাসরি কোনও অভিযোগ না উঠলেও, ভোট এলেই তিনি এমন কোনও মন্তব্য করতেন যে, তাঁকে তাঁকে নজরবন্দি করে রাখত কমিশন। তবে সেই অনুব্রত এখন গরু পাচার মামলায় ইডি হেফাজতে। এমতাবস্থায় দলীয় কর্মীদের চাগাতে অনুব্রতর কথা স্মরণ করিয়ে দিলেন তাঁরই দলের বিধায়ক মদন মিত্র৷