চলতি বছর অর্থাৎ ২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse) দেখা যাবে আজকে। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। এর তিনবছর পর ২০২৫ সালের ১৪ই মার্চ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এর দেখা মিলবে।
আজ এই মহাজাগতিক ঘটনাটিকে ব্লাড মুন-ও বলা হচ্ছে। কারণ আজ চাঁদের রঙ থাকবে লালচে আভা যুক্ত। পৃথিবীর ছায়াযুক্ত অঞ্চলের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এলাকা দিয়ে অগ্রসর হবে চাঁদ। আর সেই সময়েই তার রঙ লালচে দেখা যাবে। বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ কোনও যন্ত্রাংশের প্রয়োজন নেই। বাইনোকুলার এবং টেলিস্কোপের মাধ্যমেই স্পষ্ট ভাবে লালচে রঙের চাঁদ দেখা যাবে। তবে এই গ্রহণ দেখার সময় অন্ধকার পরিবেশ বজায় রাখতে হবে। উজ্জ্বল আলো থেকে দূরে থাকলে ভালভাবে দেখা যাবে এই গ্রহণ।
শিলিগুড়িতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল ৪টে ৪৯ মিনিটে। ভারতীয় সময় বিকেল ৪টে ৫২ মিনিটে এই গ্রহণ শুরু হবে। আর শেষ হবে সন্ধে ৭টা ২৬ মিনিটে। অর্থাৎ ২ ঘণ্টা ৩৪ মিনিট ধরে চলবে গ্রহণ।