LPG সিলিন্ডারের উপর ক্যাশব্যাক নিয়ে এল পেটিএম

LPG গ্যাসের উপর ফের একবার ক্যাশব্যাক Paytm এর। হাজার হাজার ব্যবহারকারীর জন্য Paytm নিয়ে এসেছে ‘3 pe 2700’ ক্যাশব্যাক। এই ক্যাশব্যাকের সুবিধা পাবেন LPG, Indane ও Bharat Gas ব্যবহারকারীরা।

তবে Paytm এর এই নয়া ক্যাশব্যাকের বেশকিছু প্রকারভেদ রয়েছে। নয়া গ্রাহকেরা প্রথম তিনমাসের জন্য 900 টাকা অবধি ক্যাশব্যাক পাবেন। অন্যদিকে, পুরনো এবং বর্তমান গ্রাহকেরা পাবেন 5000 টাকা অবধি ক্যাশব্যাক। এছাড়া 5000 হাজার টাকা অবধি যে পুরস্কারমূল্য পাওয়া যাবে, তা দিয়ে বিশেষ উপহারও কিনতে পাওয়া যাবে Paytm থেকে।

কী ভাবে পাবেন ‘ Paytm 3 pe Cashback Offer’?

  • প্রথমে https://paytm.com/cylinder-gas-recharge এই লিংকে ঢুকতে হবে।
  • তারপর গ্যাস বুকিং সেকশনে যেতে হবে।
  • এরপর ‘ Book A Cylinder’ অপশনে ক্লিক করতে হবে।
  • নিজের গ্যাস সরবরাহকারীর নাম জানতে হবে।
  • আপনি কেবলমাত্র HP, Indane ও Bharat Gas– এই তিনটি অপশন পাবেন।
  • যেকোন একটি বেছে নিয়ে ‘Proceed’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর নিজের কনজিউমার নম্বর/রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে।
  • বুকিং অ্যামাউন্ট দিতে হবে।
  • এরপর পেমেন্টের অপশন বেছে নিয়ে ‘Proceed’ অপশনে ক্লিক করতে হবে।
  • বুকিং সঠিকভাবে হলেই আপনার মোবাইল নম্বরে একটি মেসেজ চলে আসবে।

বুকিং একবার হয়ে গেলেই আপনি LPG সিলিন্ডারের উপর ক্যাশব্যাক পেয়ে যাবেন।