শক্তি বাড়ছে নিম্নচাপের, আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গে জারি হল সতর্কতা

চলতি সপ্তাহের শুরু থেকে নিম্নচাপের ভ্রুকুটি রাজ্য জুড়ে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ইতিমধ্যেই আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এটি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা।

আর তাই আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টির তাণ্ডব। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই নিম্নচাপের কারণে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। নিম্নচাপের কারণে শনিবার থেকেই উত্তাল সমুদ্র।

আর তাই গতকাল সন্ধ্যে থেকে এই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসা নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের এই দুই জেলায় ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

তবে উপকূলবর্তী জেলা ছাড়াও কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে এই সমস্ত জেলায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

অন্যদিকে বুধবার অর্থাৎ ১০ আগস্ট এই ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টিতে রূপান্তরিত হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে আনুমানিক প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।

অন্যদিকে কমপক্ষে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। এর সঙ্গেই জানা যাচ্ছে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

অন্যদিকে একদিকে যখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে সেই সময় উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড়-বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই খবর। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গে খালি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছেন। এই নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও তেমনভাবে বৃষ্টিপাত হবে না বলেই খবর।