ভারতীয় সৌর শিল্পের নতুন মানদণ্ড লুম সোলারের শার্ক সিরিজ

স্টার্ট আপ ইন্ডিয়ার উদ্যোগে লুম সোলার বাজারে আনল শার্ক সিরিজ। আজ পর্যন্ত্য ভারতের বাজারে যে কটি সৌর প্যানেল আছে তার মধ্যে এটি সবচেয়ে দক্ষ সৌর প্যানেল। ৪৪০ ওয়াট থেকে ৫৩০ ওয়াট পর্যন্ত ক্ষমতা সম্পন্ন লুম সোলারের এই শার্ক সিরিজ ভারতীয় সৌর শিল্পের একটি নতুন মানদণ্ড।
বিশুদ্ধ মনো PERC সৌর প্রযুক্তির সাথে ১৪৪টি সৌর কোষ এবং ৯টি বাস বারের সমন্বয় লুম সোলারের শার্ক সিরিজটি প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্বের উচ্চ ক্ষমতা সম্পন্ন সৌর প্যানেল গুলির সাথে পাল্লা দিতে প্রস্তুত। লুম সোলারের শার্ক সিরিজটিতে ষষ্ঠ প্রজন্মের মনোক্রিস্টালাইন সোলার সেলের (পিআইডি ফ্রি) ব্যাকআপ থাকায় এটি অনান্য সোলার প্যানেলের থেকে অনেকটাই আলাদা। এর দুটি রূপ আছে-শার্ক ৪৪০ওয়াট মোনো পিইআরসি এবং শার্ক বাই ফেসিয়াল ৪৪০-৫৩০ডাব্লু।
লুম সোলারের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক অমল আনন্দ বলেন, লুম সোলারে শার্ক বাই ফেসিয়াল বৈশিষ্ট্য থাকায় ইনস্টলেশনের সময় তা অত্যন্ত ৩৩% ছাদের স্থান সঞ্চয় করতে সাহায্য করে। যার ফলে একই স্থান অন্য কোন কাজে ব্যবহার করা যেতে পারে অথবা সামগ্রিক ক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে। এটি এমন পরিবারগুলিকে সাহায্য করবে যাদের উঁচু অ্যাপার্টমেন্ট সহ সীমিত জায়গা আছে।