রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির অন্যতম ‘রহস্যময়ী’ চরিত্র এখন হৈমন্তী গঙ্গোপাধ্যায়৷ তাঁর গতিবিধির উপর নজর রাখতে আরও কড়া অবস্থান নিয়েছেন গোয়েন্দারা। এরই মধ্যে হৈমন্তীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু৷ তাঁর দাবি, মালদার চাঁচলে একটি হোটেলে আত্মগোপন করেছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। ওই হোটেলে রাত কাটানোর পর সকালে অন্যত্র চলে যান। ওই হোটেলে তাঁকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক৷
খগেন মুর্মুর মন্তব্যের পরেই লুক আউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এদিকে, শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস–বিজেপি বিরোধ। হৈমন্তীর অবস্থান নিয়ে কথা উঠতেই চাঁচলের তৃণমূল কংগ্রেস বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, ‘‘কোন তৃণমূল বিধায়ক হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে আত্মগোপন করতে সাহায্য করেছেন, তা বিজেপি সাংসদকে স্পষ্ট করতে হবে। তারপর দল যা ব্যবস্থা নেওয়ার তা নেবে। তিনি আরও বলেন, ‘‘চাঁচলের কোন লজ বা হোটেলে কখন কে আসছে–যাচ্ছে, তা দেখা বিধায়কের কাজ নয়। সম্ভবত খগেনবাবুর অন্য কোনও কাজ নেই। তাই তিনি এসব দিকে নজর রাখছেন। এসব না করে তিনি তো সরাসরি থানায় অভিযোগ জানাতে পারেন।’