দূর্ঘটনাগ্রস্ত বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস এর ড্রাইভারের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করলেন পুন্ডিবাড়ি থানার জনৈক এক ব্যক্তি। যে কিনা ৯ তারিখ ওই ট্রেনে করে জয়পুর থেকে নিউকোচবিহার স্টেশন আসছিলেন। এবার ওই ব্যক্তি ট্রেনের ড্রাইভার এর বিরুদ্ধে গাড়ি জোরে চালানোর অভিযোগ এনে ময়নাগুড়ি সিআরপিএফ অফিসে একটি অভিযোগ দায়ের করলেন।
প্রসঙ্গত গত ৯ তারিখ জয়পুর থেকে ট্রেনটি নির্দিষ্ট স্টেশন হয়ে নির্দিষ্ট গতিতে আসছিল। কিন্তু বৃহস্পতিবার এনজিপি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর হঠাৎ তার গতি বাড়িয়ে দেওয়া হয়। এরপর কিছু বোঝার আগেই দেখা যায় ট্রেনটি সজোরে ব্রেক কষেন ড্রাইভার এর ফলেই দোমোহনি স্টেশনের কাছে ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়।
এই মর্মে তিনি ময়নাগুড়ি সিআরপিএফ অফিসে গাড়ির ড্রাইভার এর বিরুদ্ধে সজোরে ট্রেন চালানো এবং তা কন্ট্রোল করতে না পারার ফলে এমন দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ করেন
তবে সংবাদমাধ্যমের মুখোমুখি মুখোমুখি হয়ে ট্রেনের ড্রাইভার অমিত কুমার বলেন, গাড়ি ৯৫ সে ১০০ কিমি ট্রেনের গতি ছিল। সমস্ত ঘটনা ‘কুদরত কি কারন’ হয়েছে। ট্রাকশন মোটর এর ব্যাপারে তিনি বলেন আমি তো গাড়ি চালাচ্ছিলাম এই ব্যাপারটা কেমন করে বলবো।