রাজ্যে অতিমারী রোধে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত। রাত ন’টা থেকে ভোর পাঁচ’টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। তবে, লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে। শনিবার, ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম জারি হবে।
বিধি-নিষেধের এই নতুন পর্যায়ে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না নিয়মে। শুধু সরকারি অনুষ্ঠান, জরুরী পরিষেবায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তার পাশাপাশি প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে যতটা সম্ভব ‘ওয়ার্ক ফ্রম হোম’ করানোর কথা উল্লেখ করা হয়েছে। সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসককে রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফুর বিষয়টিতে আরো কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।