নদী সংস্কারের দাবিতে কড়াই নিয়ে পথ অবরোধ এলাকাবাসীর

বর্ষায় বাড়ির ভেতরে জল। তাই রাস্তায় কড়াই ও গ্যাস নিয়ে বসে পড়ে এলাকাবাসীরা।শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশন চত্তরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দোখায় ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

তাদের অভিযোগ এলাকার জোড়াপানি নদী সংস্কার না করার ফলে বর্ষায় জোড়াপানী নদীর দুকুল ছাপিয়ে জল এসে এলাকায় প্রাবনের আকার ধারন করে। বারবার এই জোড়াপানী নদী সংস্কারের আবেদন জানালেও পুরনিগমের কোনো হেলদোল নেই।

বিক্ষোভের খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলার শম্পা নন্দী ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের সাথে কথা বলেন। তিনিও বাসিন্দাদের সাথে একমত হয়ে বলেন জোড়াপানী নদীর সংস্কার করা জরুরী৷ পুরনিগমে এই বিষয়ে জানানো হলেও অবস্থার সুরাহা হয়নি। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি।