শিলিগুড়ির পাঁচ নম্বর ওয়ার্ডে ছট ঘাট প্রস্তুতির কাজ শুরু না হওয়ায় বিক্ষোভ স্থানীয়দের

শিলিগুড়ির পাঁচ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় শুরু হয়নি ছট ঘাট প্রস্তুতির কাজ। বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিহারের পর শিলিগুড়িতে ধুমধামে পালিত হয় ছট পূজা। আগামীকাল থেকে শুরু হবে ছট মহাপর্ব। যেকারণে বিভিন্ন জায়গায় জোরকদমে শুরু হয়েছে ছট ঘাট প্রস্তুতির কাজ।তবে পাঁচ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় এখনও শুরু হয়নি ঘাটের কাজ।যেকারণে আজ বিক্ষোভে সামিল হলেন বাসিন্দারা। অভিযোগ, কন্ট্রাকটরদের জন্যই ছট ঘাটের কাজ আটকে রয়েছে।বাসিন্দা বলেন, আগামীকাল থেকে ছট মহাপর্ব শুরু হয়ে যাবে।

অন্যান্য জায়গায় সুন্দরভাবে ঘাটের কাজ করা হচ্ছে।কিন্তু নতুনপাড়ায় এখনও কাজ করা হয়নি। কন্ট্রাকটরদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তারা। কন্ট্রাকটররা তাদের খেয়াল খুশি মত কাজ করছে বলে অভিযোগ করেন।অন্যদিকে এই বিষয়ে পাঁচ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া ছট পূজা কমিটির সম্পাদক টুকাই পাসওয়ান জানান, রাজ্য সরকারের তরফে সমস্তরকম সহযোগিতা করা হলেও কন্ট্রাকটরদের জন্য আমাদের কাজ আটকে রয়েছে।

আমরা চাই অতি দ্রুত ছট ঘাটের কাজ করা হোক। এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর অনিতা মাহাতো ফোনে জানান, কন্ট্রাকটররা ভালো করে কাজ করছে না।যেকারনে পূজা কমিটিকে সমস্যায় পড়তে হচ্ছে।বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান তিনি।