ফুলবাড়ী এলাকার কাঞ্চনবাড়িতে ক্যানাল ব্রিজের উপর রাখা স্কুটিকে ঘিরে স্থানীয়দের উদ্বেগ

রাতভর ফুলবাড়ী এলাকার কাঞ্চনবাড়িতে ক্যানাল ব্রিজের উপর রাখা ছিল একটি স্কুটি। অনেকে ভেবেছেন হয়তো কেউ রেখেছেন। পরে নিয়ে যাবেন। এই করে  রাত পার হয়ে যায়। কিন্তু কেউ আর স্কুটিটি নিতে আসে না। সকালে ওই স্কুটিটি সেখানেই পড়ে থাকতে দেখে লোকজন ভিড় করেন। তখনই লক্ষ্য করেন স্কুটির ভিতর থেকে ফোনের রিংটোনের আওয়াজ ভেসে আসছিল।

কিন্তু ডিকি বন্ধ। কেউ আর ফোনটি তুলতে পারছিল না। স্বাভাবিকভাবেই মনে নানা প্রশ্ন দেখা দিচ্ছিল স্থানীয়দের। ওদিক থেকে ফোন করেই যাচ্ছে হয়তো পরিবারের লোকেরা। কিন্তু ফোন তোলার উপায় নেই। স্কুটির ডিকি তালা বন্ধ। স্কুটির মালিকও নেই। এদিকে স্কুলটির  নম্বর প্লেট দেখেও তো বোঝা যায়। কিন্তু সে নাম্বার প্লেটও নেই স্কুটিতে।

সাদা রঙের স্কুটি। কিছুতেই বুঝে উঠতে যাচ্ছিল না স্কুটি টি কার। শেষে স্থানীয়রা খবর দেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। ঘটনাস্থলে আসেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ, তারাও  প্রথমে বোঝা জানার চেষ্টা করে। কিন্তু উপায় নেই। শেষে স্কুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।