হাওড়া মেন লাইনে চালু হয়েছে ট্রেন চলাচল?

রেমাল ঘূর্ণিঝড় থেকে সবে নিস্তার পেয়েছে মানুষজন। মঙ্গলবার থেকে রেমালের প্রভাব কমেছে। এক দুর্ভোগ কাটতে না কাটতেই আরও এক দুর্ভোগ। আজ মঙ্গলবার অফিস টাইমে ভোগান্তির শিকার হতে হল নিত্যযাত্রীদের। হাওড়া লিলুয়ায় লাইনচ্যুত হল লোকাল ট্রেন। যার কারনে হাওড়া মেন লাইনে ট্রেন পরিষেবা বন্ধ।

পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আজ সকাল ৭.১০ নাগাদ শেওড়াফুলি থেকে আসে একটি খালি লোকাল ট্রেন লিলুয়া স্টেশনের কাছে। সেই ট্রেনেরই একটু কামরা লাইনচ্যুত হয়। ফলে আজ সকাল থেকেই ট্রেন চলাচল ব্যাহত। ঘটনাস্থলে ইতিমধ্যেই রেলের উচ্চ পদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা পৌঁছে গিয়েছেন।

সকাল থেকেই চলছে কাজ। লাইনচ্যুত কামরা তোলা হচ্ছে। তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব যাতে পরিষেবা স্বাভাবিক করা যায়। এবং লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণও খতিয়ে দেখা হচ্ছে। যাত্রী এবং রেলকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে চলছে তদন্ত। এখনও বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা.