এক যুবকের আত্মহত্যার ঘটনা কে কেন্দ্র করে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

মাথাভাঙ্গার উত্তর পচাগর এলাকায় যুবকের আত্মহত্যার ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। নিজের জমি বাড়ি বিক্রি করে ঘরজামাই থাকার জন্য শশুর বাড়ি থেকে চাপ সৃষ্টি করার জন্যই আত্মঘাতী ওই যুবক, এমনটাই অভিযোগ আত্মঘাতী যুবকের পরিবারের। আত্মঘাতী যুবকের পকেট থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে তার শ্বশুরবাড়ির লোকেদের।

সুইসাইড নোটে রয়েছে মোট তিনজনের নাম। তার মধ্যে একজন হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য। মৃত যুবক সোমেশ বর্মনের পরিবারের অভিযোগ, হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সদস্য হিমাংশু দাসের ভাস্তির সঙ্গে সোমেশ বর্মনের বিয়ে হয়েছে গত দুই মাস আগে। অভিযোগ হিমাংশু দাস সোমেশ বর্মনকে হুমকি দিতো তার সমস্ত জমি বাড়ি বিক্রি করে শ্বশুর বাড়িতে এসে ঘরজামাই থাকার জন্য। সেই চাপের মুখে পড়েই আত্মঘাতী হয়েছে সোমেশ বর্মন। এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে আজ উত্তর পচাগর এলাকায় রাস্তায় মৃতদেহ রেখে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে মৃত যুবকের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা।

প্রায় এক ঘন্টার পথ অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবশেষে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের গ্রেফতার করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।