চৈত্রী ছটে বিক্রি নেই লোকাল লাউয়ের

এমনি সবজির দামে পতন। তার মধ্যে ব্যবসায়ীরা ভেবেছিলাম আজ হয়তো লাউ ভাতে কিছু টা লাভের মুখ দেখবেন তারা। কিন্তু সেটা আর হলোনা। লাউভাতের দিনে লাউয়ের বিক্রি নাই এমনটাই বলছেন বিক্রেতারা।

অন্যদিকে সাধারণ ভাবে রোজ বাজার করতে আসা এক কেক্রা বলেন লাউ ভাতের দিনে লাভের দাম একটু বেশি। সবমিলিয়ে এবার লাউয়ের দামে তেমন হেরফের দেখা গেল না। আগামী বৃহস্পতিবার চৈতি ছট আর সেই উপলক্ষেই আজ হিন্দিবাসী মানুষের কাছে লাউ ভাত একটি গুরুত্বপূর্ণ দিন।

আর এই দিনে তেমনভাবে লাউয়ের বিক্রি নেই। তারা বলেন এক একটি লাউ বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা দরে। যদিও তারা বলছেন এই সমস্ত লাউ গুলি লোকাল।