বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত করছে সিবিআই।
এবার এই মামলায় একটি লম্বা তালিকা তৈরি করা হল। সুপারিশের মাধ্যমে কারা কারা চাকরি পেয়েছিলেন, তাঁদের জন্য কারা সুপারিশ করেছিল?
এবার এমনই নানান তথ্য জানতে ১৩২ জনের তালিকা বানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ১৩২ জনের দীর্ঘ তালিকা তৈরি করে এই বিষয়েই বিশদে জানতে উদ্যোগী সিবিআই। সূত্রের খবর, এদের প্রত্যেককে এক এক করে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তালিকায় নাম থাকা প্রত্যেকের বয়ান রেকর্ড করতে চান গোয়েন্দারা।