ভি-মার্টের আওতায় আসছে লাইমরোড

অগ্রণী ভ্যালু ফ্যাশন রিটেলার ভি-মার্ট রিটেল লিমিটেড লাইমরোড.কম অধিগ্রহণের জন্য এক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে উভয় কোম্পানি ৫ কোটি ডিজিটাল ফার্স্ট কাস্টমারকে ২ লক্ষেরও বেশি ফ্যাশন-প্রবণ সামগ্রী সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে পারবে ৪১০টি স্টোর থেকে – দেশের বিভিন্ন শহরে।

লাইমরোডের অফারে রয়েছে তাদের ১.৭ কোটি ক্রেতার জন্য ‘ফ্রেশেস্ট আনব্র্যান্ডেড স্টাইল’ ও ‘ইউনিক কনটেন্ট’। ভারতে এই প্লাটফর্ম প্রদান করে ‘ফাস্টেস্ট ওয়েব স্পিড’, ‘লাইটেস্ট অ্যাপ’ এবং নিশ্চিত করে ‘স্মুদেস্ট অনলাইন এক্সপিরিয়েন্স’। গ্রাহকদের চাহিদার ব্যাপারে ভি-মার্টের রয়েছে ২০ বছরের অভিজ্ঞতা, সাশ্রয়ী মূল্যে ‘হাই কোয়ালিটি প্রোডাক্ট’ ডেলিভারি দেওয়ার ক্ষমতা এবং ৪১০টি স্টোরের নেটওয়ার্কের মাধ্যমে টিয়ার ১/২/৩ শহরগুলিতে পৌঁছে যাওয়ার ক্ষমতা।

লাইমরোডকে সঙ্গে নিয়ে ভি-মার্ট হয়ে উঠবে এক ‘প্রফিটেবল ওমনি-চ্যানেল প্লেয়ার’। উভয় কোম্পানিরই রয়েছে ভারতের দ্রুত বর্ধনশীল ‘ওমনি-চ্যানেল ভ্যালু ফ্যাশন রিটেল প্লাটফর্ম’ রূপে উন্নীত হওয়ার প্রভূত সম্ভাবনা।