করোনা আবহে চলছে এক বছরেরও বেশি সময় ধরে। বিগত এক বছরের বেশি সময় ধরে মানুষ জর্জরিত করোনা আবহে। বাতিল হয়েছে একের পর ধর্মীয়ও পূজা। এবার ফের বাতিল অমরনাথ যাত্রা। করোনা আবহে পরপর দু’বছর বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা। এই বিষয়ে একাধিক বৈঠক ও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তবে ভক্তদের জন্য অনলাইন আরতির ব্যবস্থা থাকছে বলে জানা গিয়েছে। অনলাইন দর্শন শুরু হবে ২৮ জুন থেকে। ভূস্বর্গের লিদার ভ্যালিতে প্রায় ৩ হাজার ৮৮৮ মিটার উচ্চতায় রয়েছে অমরনাথের গুহা। দুর্গম জঙ্গল ও পাহাড়ে ঘেরা অমরনাথে পৌঁছতে গিয়ে প্রতিবছরই প্রাণ যায় বেশ কয়েকজন পুণ্যার্থীর।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার, ২৪ জুন জম্মু ও কাশ্মীরের একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতেই ওই বৈঠক হবে। সূত্রানুসারে, কেন্দ্রশাসিত অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতানেত্রীদের ওই বৈঠকে থাকতে বলা হয়েছে। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করা হয়। সেই সময়ই রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। সেই সিদ্ধান্তের পর এই প্রথম সেখানে এমন রাজনৈতিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে করোনা পরিস্থিতি-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে সেখানে।