উচ্চশিক্ষায় সহায়তা দিতে এলজি ইলেকট্রনিক্সের ‘লাইফস গুড স্কলারশিপ প্রোগ্রাম’

Estimated read time 1 min read

এলজি ইলেকট্রনিক্স (ভারতের একটি শীর্ষস্থানীয় কনজিউমার ড্যুরেবল ব্র্যান্ড) লাইফস গুড স্কলারশিপ প্রোগ্রাম (Life’s Good Scholarship Program) চালু করেছে, যা দেশজুড়ে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ। নয়ডায় এলজির কর্পোরেট অফিসে এই প্রোগ্রামটি লঞ্চ করা হয়েছে, যেখানে সংস্থার এমডি তিনটি প্রতিষ্ঠানের স্কলারদের সম্মানিত করেছেন। প্রতিষ্ঠানগুলি হল: গালগোটিয়াস ইউনিভার্সিটি, জয়পুরিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং লয়েড ল কলেজ।

স্কলারশিপটি যে কোনও শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, যারা তাদের পূর্ববর্তী ক্লাসে কমপক্ষে ৬০% অর্জন করেছে। এটি প্রয়োজন ও মেধার ভিত্তিতে প্রদান করা হবে, যার মধ্যে ২৫% বৃত্তি যথাযোগ্য শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে এবং অতিরিক্ত ২৫% মেধাবী মহিলা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হবে। আর্থিক সহায়তার আওতায় থাকবে টিউশন ফির ৫০ শতাংশ – স্নাতকদের জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত ও স্নাতকোত্তরদের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত।

এলজি ইলেক্ট্রনিক্স ইন্ডিয়ার এমডি মি. হং জু জিওন শিক্ষার মাধ্যমে সামাজিক অগ্রগতির জন্য কোম্পানির ঘোষিত প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। বাডি-ফর-স্টাডির (Buddy4Study) প্রতিষ্ঠাতা ও সিইও মি. আশুতোষ বার্নওয়াল যোগ্য শিক্ষার্থীদের ক্ষমতায়নের জন্য এই উদ্যোগের প্রশংসা করেছেন, বিশেষত সুবিধাবঞ্চিত পটভূমি থেকে উঠে আসা শিক্ষার্থীদের জন্য। এই কর্মসূচিটি এনজিও বাডি-ফর-স্টাডি ফাউন্ডেশনের সঙ্গে একটি সহযোগিতামূলক কর্মসূচি, যার লক্ষ্য শিক্ষার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং আর্থিক বাধা হ্রাস করে ভবিষ্যতের নেতাদের উত্সাহিত করা।

You May Also Like

More From Author