আলিপুরদুয়ার 19 তম ডুয়ার্স উৎসবের প্রায় শেষ লগ্ন দুই তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্র প্যারেড গ্রাউন্ডে প্রতিবারে মতো এবছরও মহা আরমবরের মধ্য দিয়ে শুরু হয়েছে ১৯তম উৎসব। ডুয়ার্স উৎসব আলিপুরদুয়ারের অগণিত উৎসব দরদী মানুষ এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে সন্ধ্যা হতে হতেই পৌঁছে যায় উৎসব প্রাঙ্গনে।
আটশোর বেশি দোকান বসেছে এখানে নানা রকমারি জিনিসের সম্ভার কোথাও মনিহারি কোথাও বা জামাকাপড় নিয়ে বসেছে ব্যাপারীরা, তারি সাথে রয়েছে হরেক রকম খাবারের পসরা কারি সাথে শিশুদের মনোরঞ্জনের জন্য রয়েছে। নাগরদোলা রয়েছে মরণ কূপ। রয়েছে বিভিন্ন ধরনের মনিহারি জিনিসের দোকান। তারই সাথে।
শিশু মঞ্চ। লোক মঞ্চ। ও মূল মঞ্চে চলছে মনোজ্ঞ অনুষ্ঠান। হাজার হাজার শিশু অংশগ্রহণ করেছে শিশু মঞ্চে। প্রায় ২৬ টি জনজাতির কৃষ্টি ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন তুলে ধরেছে লোকমঞ্চে। আর কলকাতা। আসাম এবং বম্বে শহর বিভিন্ন শহর থেকে এসেছে গাইয়ে শিল্পীরা সব মিলিয়ে জমজমাট এবারের।