বদলাতে পারে জমি কেনার নিয়ম

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর রাজ্যে সরকারের তরফে। নিজের বাড়ি বানানোর সময়, জমি কিনতে গিয়ে অনেক সময়ই ঠকতে হয় ক্রেতাকে। সেই জন্যই বিরাট উদ্যোগ নিচ্ছে সরকার। কোভিডকালে আবাসন শিল্পকে ছাড় দিতে স্ট্যাম্প ডিউটি, সার্কেল রেটে ছাড় দিয়েছিল সরকার।

ফলে তখন অনেকেই নিজেদের পছন্দের জমি কিনেছিলেন। তবে হিসেব বলছে, বিগত ৩ বছর স্ট্যাম্প ডিউটি বাবদ কর আদায়ে প্রচুর টাকার ঘাটতি হয়েছে। জানা যাচ্ছে, এবার সরকারের পক্ষ থেকে নতুন জমির ডায়নামিক ভ্যালুয়েশন শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। এমনটা হলে বাড়িতে বসেই মোবাইল ফোনে যে কোনও জমির মূল্য দেখতে পারবেন ক্রেতারা।

যে সকল এলাকায় সার্বিক উন্নয়ন বেশি সেখানকার জমি এবং বাড়ির মূল্য তত বেশি। ফলে যেমন ক্রেতাদের জমি কিনতে গিয়ে ঠকতে হবে না, তেমনই রাজ্যের কোষাগারে কর আদায়ের ঘাটতি হবে না। এই নয়া উদ্যোগের ফলে উভয় পক্ষেরই সুবিধা হবে।