আশঙ্কাজনক পরিস্থিতি কাটিয়ে উঠেছে তিনি। আগের থেকে অনেকটাই সুস্থ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের কান্ডারী লালু প্রসাদ যাদব। লালুর পরিবার সূত্রে খবর, বেশ কিছুটা টালমাটাল পরিস্থিতি তৈরি হলেও ফের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে লালুর। এদিন সকালে বাবার একটি ছবি প্রকাশ করে একথা জানিয়েছেন লালুকন্যা মিশা ভারতী।
ছবিতে হাসপাতালে চিকিৎসাধীন লালুকে উঠে বসতে এবং হাসতেও দেখা গিয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম দিকেই গত ৪ জুলাই পাটনায় নিজের বাসভবনের সিঁড়ি থেকে পড়ে যান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সেই সময় তাঁকে পাটনার একটি হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির এইমসে নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার সেখানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং এইমসের চিকিৎসকরা জানান আংশিক কোমায় রয়েছেন তিনি। তবে শুক্রবার সকালেই মেয়ে মিশা ভারতী যে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তাতে লালুকে আগের থেকে অনেকটাই সুস্থ দেখা যাচ্ছে।
এদিন সকালে লালুপ্রসাদের ছবি টুইট করেন মিশা ভারতী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দিল্লি এইমসের চিকিৎসা পরিষেবা এবং সকলের প্রার্থনার জোরে লালুপ্রসাদের স্বাস্থ্য অনেকটা উন্নতি হয়েছে। এখন তিনি বিছানায় উঠে বসতে পারছেন। সাহায্য নিয়ে দাঁড়াতেও সক্ষম তিনি। সমস্যার মোকাবিলা সফলভাবে করার কৌশল তিনি ভালোই জানেন।
দয়া করে কোনও জল্পনায় কান দেবেন না।’ উল্লেখ্য এর আগে বুধবার সকালে লালুপ্রসাদকে আকাশপথে তড়িঘড়ি দিল্লি এইমসে নিয়ে যাওয়া নিয়ে মুখ খুলেছিলেন লালুপুত্র তেজস্বী যাদব। বাবার অসুস্থতা প্রসঙ্গে এদিন তেজস্বী বলেন, ‘এইমসের চিকিৎসকরা এর আগেও বাবার চিকিৎসা করেছেন। ফলে তাঁরা বাবার শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত। তাই আমারা তাঁকে দ্রুত দিল্লি এইমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
অন্যদিকে লালুপ্রসাদের সুস্থতা প্রসঙ্গে মুখ খুলেছেন লালু ঘরণী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও। স্বামীর অসুস্থতা প্রসঙ্গে বুধবার রাবড়ি দেবী বলেন, ‘তিনি সুস্থতার পথে এগোচ্ছেন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন। আমরা সকলেই তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছি। আশা করছি তিনি দ্রত বাড়ি ফিরবেন।’