তদন্তের তাগিদে ফের একবার তলব করা হলো লালাকে

বিগত বেশ কিছু মাস ধরে, বলতে গেলে প্রায় এক বছর ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কয়লা পাচার মামলায় এই প্রথম নয়, এর আগেও অনুপ মাঝিকে বারংবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও গোয়েন্দাদের ডাকে কোনও দিনই সেভাবে সাড়া দেননি লালা। প্রতিবারই কোনও না কোনও ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালে কয়লা পাচারকাণ্ডের তদন্তে নামে সিবিআই। তারপরই উঠে আসে লালার নাম। কোমর বেঁধে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লালার একাধিক অফিসে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ নথি উদ্ধার করা হয়েছে। আর সেই নথি থেকেই বেআইনি আর্থিক লেনদেনের খোঁজ মিলেছে।