সংকটময় পরিস্থিতির মাঝেই টিকার অভাব

দেশের বাড়তে থাকা করোনা সংক্রমণ রোধের প্রধান উপায় টিকাকরণকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে কেন্দ্র। তবে এবার এই ভ্যাকসিনেরই আকাল পড়েছে দেশে। বেশি নেই কোভ্যাক্সিন জানাল দিল্লি সরকার। ক্রমশ সংকুচিত হচ্ছে টিকার ভাঁড়ার। তাই ১৮-৪৪ বয়সিদের ক্ষেত্রে আপাতত আর কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হবে না। শুধুমাত্র যাঁরা ইতিমধ্যে ভারত বায়োটেকের করোনাভাইরাস টিকার প্রথম ডোজ পেয়ে গিয়েছেন, তাঁদেরই কোভ্যাক্সিন দেওয়া হবে। সব বেসরকারি হাসপাতালকে এমনই নির্দেশ দিল দিল্লি সরকার। স্পষ্টভাবে জানানো হয়েছে, নতুনভাবে কাউকে কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া যাবে না।

পরিস্থিতি এতটাই খারাপ যে দ্বিতীয় ডোজের জন্য দিল্লি লাগোয়া বিভিন্ন শহরে যেতে বাধ্য হচ্ছে। সেজন্য কেন্দ্রের কাছে জরুরি ভিত্তিতে টিকা পাঠানোর আর্জি জানানো হচ্ছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে আগামী ১০ জুন ১৮-৪৪ বয়সিদের জন্য টিকা পাঠানো হবে।