পানীয় জলের অভাব, ক্ষোভে পথ অবরোধ মহিলাদের

জলের কল থাকলেও দীর্ঘদিন এলাকায় পৌঁছায় না পানীয় জল ক্ষোভে পথ অবরোধ মহিলাদের। প্রায় এক বছরের অধিক সময় ধরে ধূপগুড়ি পুরসভার ১ নং ওয়ার্ডের ভাওয়ালপাড়ায় পৌঁছাচ্ছে না পানীয় জল। পরিশ্রুত পানীয় জলের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের।

অতি দ্রুত যাতে এলাকায় পানীয় জল পৌঁছায়  সেজন্য বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি হাসপাতালপাড়া থেকে গাদং গামী রাস্তা অবরোধ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা।বিক্ষোভকারীদের দাবি, এলাকায় কল থাকলেও জল নেই, পানীয় জলের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার প্রায় শতাধিক পরিবারকে।

তাদের অভিযোগ,পুরভোটের আগে প্রতিশ্রুতি দেয় জল দিব, সেজন্য এলাকায় পৌঁছেছে পানীয় জলের পাইপ। কিন্তু ভোট পেরিয়ে গেলেও এলাকায় পৌঁছায় না পানীয় জল।তাই বাধ্য হয়ে এদিন তারা পথ অবরোধে সামিল হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।