নিলেন বড় পদক্ষেপ, এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন কুন্তল

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের দাবি ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই আধিকারিকরা তার উপর নির্যাতন করেছে।

সেই অভিযোগ শুনে বিশেষ আদালতে এই বিষয়ে সিবিআই এবং কলকাতা পুলিশকে যৌথভাবে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ওই রিপোর্ট দিতে হবে বলেও সেইসময় সাফ জানিয়েছেন বিচারক। এরপর ওই মামলার তদন্ত ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট।

এই আবহেই এবার তদন্তের পক্ষে সওয়াল করে হাইকোর্টের দ্বারস্থ জেলবন্দি কুন্তল ঘোষ। কুন্তলের আর্জি সিবিআই ও কলকাতা পুলিশকে এই নিয়ে যৌথ তদন্ত চালানোর যে নির্দেশ বিশেষ আদালত দিয়েছিল, তা পুনর্বহাল করতে হবে।