বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের শিরোনামে কুন্তল ঘোষের চিঠি মামলা। নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত প্রাক্তন যুবনেতা কুন্তলের দাবি ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তার ওপর চাপ দিয়েছে।
কুন্তলের দাবি মানতে নারাজ সিবিআই। গোয়েন্দা সংস্থার দাবি জেলে বসে টিভিতে অভিষেকের শহিদ মিনারের বক্তৃতা দেখার পরেই হয়ত ওই চিঠির পরিকল্পনা কুন্তলের মাথায় আসে। যুবনেতার দাবি অভিষেকের সভায় তিনি কী বলেছেন তার কোনও কিছুই তিনি জানেন না। তবে এই বিষয়ে নিশ্চিত হতে সম্প্রতি প্রেসিডেন্সি সংশোধনাগারের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সিবিআই।
পাশাপাশি চিঠিতে কুন্তল যে শারীরিক নির্যাতনের কথা লিখেছিলেন, তার সঙ্গে তার জেল-হাসপাতালে হওয়া চিকিৎসার সাযুজ্য আছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা। ইডি-র হেফাজতে থাকাকালীন বিধাননগর মহকুমা হাসপাতালে কুন্তলের শারীরিক পরীক্ষা হত। তাই সেখান থেকেও রিপোর্ট সংগ্রহ করার পক্রিয়া শুরু হয়েছে।