বৃথাই জামিনের আবেদন, জামিন পেলেন না নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শাসকদল তৃণমূলের হুগলির যুবনেতা। নগর দায়রা আদালতের বিচারক নির্দেশ দিয়েছেন যুবনেতাকে আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার। সেই প্রেক্ষিতে ৩ মার্চ পর্যন্ত প্রেসিডেন্সি জেলেই থাকছেন কুন্তল ঘোষ। শিক্ষক নিয়োগ সংক্রান্ত আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জানুয়ারি মাসেই তাঁকে গ্রেফতার করেছিল ইডি।
কুন্তলের আইনজীবী আদালতে দাবি করেন যে, তাঁর মক্কেলের থেকে, তাঁর বাড়ি থেকে টাকা পাওয়া যায়নি। আর যে ৬.৫ কোটি টাকার লেনদেনে কথা বলা হয়েছে তা ২০১১ থেকে চালু ব্যাঙ্ক অ্যাকাউন্টের। ১২ বছরে এই লেনদেন অস্বাভাবিক নয় বলেই দাবি তাঁর। পাশাপাশি তিনি আরও দাবি করেন, ইডি এখন বলছে কুন্তল তদন্তে সহযোগিতা করছেন না। কিন্তু আগে একাধিক তথ্য তাঁর থেকেই পেয়েছে তারা। এমনকি টাকা নেওয়ার কথা স্বীকারও করেছিলেন তাঁর মক্কেল বলে দাবি।
কিন্তু ইডি পাল্টা যুক্তি দিয়ে দাবি করে, তদন্তের স্বার্থেই কুন্তলকে জেরা করার প্রয়োজন হতে পারে। তাই আদালত কুন্তলের জামিনের আর্জি শেষমেষ খারিজই করে দিয়েছে। প্রসঙ্গত, এদিন সকালে কুন্তলকে নগর দায়রা আদালতে হাজির করানোর সময় আত্মপক্ষ সমর্থনে সুর চড়ান তিনি। তাঁর যদি ১০০ কোটি টাকার সম্পত্তি থেকে থাকে এবং তা প্রমাণ করতে পারলে ‘চরম সিদ্ধান্ত’ নেবেন বলেও হুঁশিয়ারি দেন কুন্তল৷