রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে হুগলির যুবনেতা কুন্তল ঘোষ অবশেষে গ্রেফতার ইডির হাতে। তাঁর জোড়া ফ্ল্যাটে হানা দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রায় ২৪ ঘণ্টা তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেছে ইডি। কুন্তলের বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলেও খবর।
মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডল দাবি করেছিলেন, বেআইনি শিক্ষক নিয়োগের ১৯ কোটি টাকা গিয়েছে কুন্তলের কাছে৷ সব মিলিয়ে ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপরই কুন্তলের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। ইডির দু’টি দল কুন্তলের চিনার পার্ক এলাকার একটি আবাসনের জোড়া ফ্ল্যাটে তল্লাশি অভিযানে যায়। শেষে কুন্তল ঘোষকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল।
তবে শুধু কুন্তল নয়, তথ্য এসেছে শান্তনু বন্দ্যোপাধ্যায় নামের এক ব্যক্তির নামেও৷ তাঁকেও নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে আতস কাচে রাখা হয়েছে। জানা গিয়েছিল, কুন্তলের সূত্র ধরেই উঠে আসে শান্তনু বন্দ্যোপাধ্যায় নাম৷ তবে একটি সূত্র মারফত জানা গিয়েছে, শান্তনুর নাম নাকি তাপসই দিয়েছেন গোয়েন্দা আধিকারিকদের৷ তিনি জানিয়েছেন, শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতিতে জড়িয়ে হুগলি বলাগড়ের ওই নেতাও।