কুণাল ঘোষের করা মামলায় শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ আদালতের। জানা গিয়েছে,২২ সেপ্টেম্বর শুভেন্দুকে সশরীরে মেট্রোপলিটন কোর্টে হাজিরার দিতে হবে।
কিসের মামলা? জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকে একটি রাজনৈতিক সভা থেকে কুণাল ঘোষকে তেজ্যাপুত্র করেছিলেন তাঁর পিতা। এমনই আক্রমণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কারণে বিরোধী দলনেতার বিরুদ্ধে আদালতে মামলা করেন কুনাল ঘোষ। সেই মামলার পরিপেক্ষিতে শুভেন্দু অধিকারীকে সশরীরে আদালতের তরফে হাজিরার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, শুভেন্দু অধিকারীর আইনজীবী আর্জি জানিয়েছিলেন, যেন বিরোধী দলনেতাকে সশরীরে হাজিরা দিতে না হয়। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত। এবার তাহলে গ্রেফতার হবেন রাজ্যের বিরোধী দলনেতা? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।