শুভেন্দুর বড় রহস্য ফাঁস করলেন কুণাল!

কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে ফোনে কথা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এমনই বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেকের দাবিকে সমর্থন জানিয়ে শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। বিনয় মিশ্রের সঙ্গে বৈঠক হয়নি শুভেন্দুকে প্রমাণ দিতে বললেন কুনাল ঘোষ।পাশাপাশি কুনাল ঘোষের প্রশ্ন, নিজাম প্যালেসের শুভেন্দু বিনয় মিশ্রের সঙ্গে কি নিয়ে সেটিং করেছিল? বিনয় মিসের সঙ্গে কি নিয়ে বৈঠক শুভেন্দু অধিকারীর?

কুণালের দাবি,২০২১ সালের ২১ এবং ২২ সেপ্টেম্বর নিজাম প্যালেসে বিনয় মিশ্রের ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। সেসময় টেলিফোনে বিনয় মিশ্রের সঙ্গে কথা হয়েছিল শুভেন্দু অধিকারীর। কেন কীসের সেটিং করতে এই ফোনে কথা সেটা প্রমাণ করুন শুভেন্দু। মঞ্চে কথা বললে হবে না প্রমাণ করে দেখাতে হবে। কারন সেই ফোনের অডিও টেপ রয়েছে। সেটা দেখেই স্পষ্ট হয়ে যাবে সত্যিটা। সেই ২ দিন মোবাইল টাওয়ার খতিয়ে দেখলেই প্রমাণ হয়ে যাবে বলে দাবি করেছেন কুনাল ঘোষ।

প্রসঙ্গত, বিনয় মিশ্রের সঙ্গে তাঁর কথোপকথনের অডিও প্রকাশ করতে বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি অভিষেককে চ্যালেঞ্জ করে শুভেন্দু বলেছিলেন, অডিও ক্লিপ প্রকাশ করুন, কিন্তু আমার নম্বর আপনাকে দেখাতে হবে। নাহলে বুঝবো, সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির মতো,করো গলা নকল করিয়ে বাজার গরম করার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন কুনাল ঘোষ। কুনাল ঘোষ বলেন, অভিযোগ যদি মিথ্যে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মান হানির মামলা করুন শুভেন্দু. আদালতে গিয়ে অডিও রেকর্ড দিয়ে প্রমাণ দিয়ে আসবে তৃণমূল।