ভারতের অন্যতম অগ্রণী পাম্পস ও ভাল্ভস নির্মাতা কেএসবি লিমিটেডের বিক্রয় ২০২১-এর জানুয়ারি-জুন থেকে ২৬.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৮,৬৬১ মিলিয়ন টাকা হয়েছে ২০২২-এর জানুয়ারি-জুনে।
কেএসবি লিমিটেডের প্রোডাক্ট পোর্টফোলিওতে রয়েছে বিল্ডিং ও ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, ওয়াটার ট্রান্সপোর্ট, ওয়েস্টওয়াটার ট্রিটমেন্ট ও পাওয়ার প্লান্ট প্রসেস, এগ্রিকালচারাল অ্যাপ্লিকেশনস, রেসিডেন্সিয়াল অ্যাপ্লিকেশন। গ্রাহকদের সবরকমের চাহিদা পূরণ করতে সক্ষম কেএসবি।
কোম্পানির ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) ফারখ ভাথেনা জানান, এই ত্রৈমাসিকে তারা উল্লেখযোগ্য অর্ডার পেয়েছেন পেট্রোকেমিক্যাল সেগমেন্ট থেকে। এই ত্রৈমাসিকে তাদের বিক্রয় ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে ২০২১-এর দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায়। চিফ ফিনান্সিয়াল অফিসার মিলিন্দ খাদিলকর জানান, বিক্রয় বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে নিউক্লিয়ার সেগমেন্ট ছাড়াও অন্যান্য সেগমেন্টের অবদানও রয়েছে।