আগামী এক বছরের মধ্যে আরও অত্যাধুনিক হতে চলেছে কলকাতা মেট্রো

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। এবার কলকাতা মেট্রো আরও আধুনিক। বিদ্যুৎ বিভ্রাটের কারণে থামবে না মেট্রো। গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও সুড়ঙ্গের নীচে থমকে যাবে না মেট্রো। বরং ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে মেট্রো চলতে পারবে।

কলকাতা মেট্রোর একটি শাখা জানিয়েছে, কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ শাখায় অ্যালিমিনিয়ামের থার্ড লাইন বসানো হবে। এবার মেট্রোকে ব্যাটারিতে চালানোর পথে হাঁটতে চলেছে কর্তৃপক্ষ। নর্থ-সাউথ করিডরে বসানো হচ্ছে ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’। জরুরী অবস্থার এটাই টেনে নিয়ে যাবে মেট্রোকে।যা এইমুহুর্তে ভারতের কোনও মেট্রো করিডরে নেই।

কলকাতা মেট্রো পরিবেশ বান্ধব উপায়ে নর্থ-সাউথ করিডোরের চারটি স্থানে এই বিশেষ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বসাতে চলেছে৷ নোয়াপাড়া, শ্যামবাজার, সেন্ট্রাল এবং যতীন দাস পার্ক সাবস্টেশনে ইনস্টল করা হবে সিস্টেমটি। আগামী এক বছরের মধ্যেই নয়া ব্যবস্থা চালু হয়ে যাবে।