কেকের এইরূপ মৃত্যুর জন্য দায়ী কলকাতা

বাহাত্তর ঘন্টা কেটে গেলেও এখন পর্যন্ত কেকের মৃত্যু ঘটনা দগদগে হয়ে রয়েছে সবার মনে। এবার কেকের মৃত্যুর জন্য সরাসরি কলকাতাকে দোষারোপ করলেন ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী। মঙ্গলবার কেকে কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন। বুধবার নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর অসুস্থ হয়ে পড়েন। এরপরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই একাধিক অভিযোগ আসতে শুরু করে। সেই অভিযোগকে সামনে রেখেই কলকাতার বিরুদ্ধে সুর চড়ালেন নন্দিতা পুরী।

সোশ্যাল মিডিয়ায় নন্দিতা পুরী লেখেন, লজ্জা পশ্চিমবঙ্গের। কলকাতাই কেকেকে হত্যা করেছে। যেখানে অডিটরিয়ামে ২.৫ হাজার লোক থাকার কথা ছিল, সেখানে সাত হাজার দর্শক উপস্থিত ছিলেন। এসি কাজ করছিল না। কেকে চারবার অভিযোগ করার পরেও কোনও সুরাহা হয়নি। কোনও ফার্স্ট এড ছিল না। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। তার আগে পর্যন্ত বাঙালিদের বয়কট করা উচিত। অন্যদিকে, অডিটরিয়ামে অতিরিকত ভিড় থাকার কথা উড়িয়ে দিয়েছেন মদন মিত্র। তিনি জানিয়েছে, যে কোনও কমিশনকে আমি বলতে পারি, অতিরিক্ত ভিড় থাকার জন্য কেকের কোনও অসুবিধা হচ্ছিল না।

সিসিটিভি ফুটেজে দেখা দিয়েছে, স্বাভাবিকভাবেই কেকে হোটেলের লিফটের দিকে হেঁটে যাচ্ছিলেন। গলায় একটা তোয়ালে ছিল। কিন্তু তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে, নজরুল মঞ্চে উপস্থিত শ্রোতারা জানিয়েছেন, সেভাবে তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখতে পাওয়া যায়নি। তবে তিনি বার বার তোয়ালে দিয়ে ঘাম মুছছিলেন। অন্যদিকে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে হার্টের আগে থেকে সমস্যা ছিল বলেও চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন।