করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে মানুষকে। দৈনিক আক্রান্তের সংখ্যা শেষ কয়েক দিনে কমতে শুরু করলেও আপাতত তা ঊর্ধ্বমুখী বঙ্গে। আজ ৬০০-র কাছে চলে গেল দৈনিক সংক্রমণ।
গতকালের থেকে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এদিকে একাধিক মৃত্যু আজও হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও চিন্তা বাড়াচ্ছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে ৫.০২ শতাংশ। সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯৮ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০১ হাজার ০৭৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৪ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪১৪ জনের। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ১৫৪ জন। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা।
এই জেলায় একদিনে আক্রান্ত ১০৬ জন। একদিনে সুস্থ হয়েছেন ৮০২ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৭৩ হাজার ২২৩। আজ মোট পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৯২৩ নমুনা।
রোগ নিয়ে মানুষের আতঙ্কের কোনও শেষ নেই। বিগত কয়েক বছরে যেন এই নিয়ে চিন্তা আরও বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের জন্য। এখন আবার তার সঙ্গে চিন্তা রয়েছে মাঙ্কিপক্স, মারবার্গ, লং কোভিড, সহ আরও একাধিক ফ্লু নিয়ে।
কিন্তু এইসব সংক্রামক রোগ ঠিক কোন সময়ে মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পায়? এক গবেষণা পত্র বলছে, প্রায় ৫৮ শতাংশ সংক্রামক অসুখের প্রকোপ বাড়ে জলবায়ু পরিবর্তনের কারণে। অবশ্যই এইসব সংক্রামক অসুখ মানুষের পরিচিত।
জলবায়ু পরিবর্তন হল সবথেকে বড় কারণ বিভিন্ন রোগের বৃদ্ধির। কোনও কঠিন সংক্রামক রোগের তীব্রতা কত থাকবে তা এক প্রকাশ নির্ভর করে জলবায়ুর ওপরই।