রাজ্যের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যায় শীর্ষে কলকাতা

ঊর্ধ্বমুখী করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজারের ওপরেই আছে এবং সুস্থতাও স্বস্তি দিচ্ছে না। এদিকে আজও একাধিক মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে।

আজ রাজ্যের পজিটিভিটি রেট ১৪.৪১ শতাংশ। এদিকে সুস্থতার হার আরও কমে ৯৭.৬৯ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৭ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৮১ হাজার ৭২৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৭ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৩০৭ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৩ হাজার ২৫৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ৩৩ হাজার ৬৯৪ জন।

অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫২০ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৮ লক্ষ ৬৭ হাজার ৩৬৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। তথ্য বলছে, আজও সংক্রমণে শীর্ষ স্থানে রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত ৪১৯ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা।

এই জেলায় আক্রান্ত ৩৯০ জন। তৃতীয় বীরভূম। সেখানে ২৩৭ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। বর্তমানে রাজ্যের একাধিক জেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে কারণ সেখানে সক্রিয় রোগী বাড়ছে। অধিকাংশ জেলাতেই পজিটিভিটি রেট বেড়ে গিয়েছে।