নতুন খেলায় নাদালের সঙ্গে যুক্ত হলেন কোহলি

আগামী বছর থেকে শুরু হতে চলেছে ইলেক্ট্রিক নৌকার লড়াই। এবার সেই লরাইয়ে নাম লেখালেন বিরাট কোহলি। তিনি একটি নীল রঙের ইলেক্ট্রিক বোটের ছবি পোস্ট করেন।ইলেক্ট্রিক নৌকা এটি এমনই একটি রেস যেখানে কোনও দূষণ হয় না।এবং বিরাট কোহলি জানান যে “আমি মানুষকে অনুপ্রেরণা দিতে চাই। সেই সাথে তাঁদের মধ্যে সচেতনতাও তৈরি করতে চাই।

এছাড়াও এই লড়াইয়ে বিরাটের আগে নাম লিখিয়েছেন প্রাক্তন ফুটবলার দ্রোগবা এবং আমেরিকান ফুটবলার টম ব্র্যাডির মতো আরও বিভিন্ন খেলোয়াড়।এবার তাদের সঙ্গে দল নামালেন বিরাট। তিনি জানিয়েছেন তার দলের নাম রেসবোর্ড লিভেরি।