বিভিন্ন ডোমেস্টিক ও গ্লোবাল ইলেক্ট্রনিক ব্র্যান্ডের জন্য ভারতের বৃহত্তম ওমনি-চ্যানেল ফুলফিলমেন্ট, ডিস্ট্রিবিউশন ও মার্কেট গ্রোথের উৎকর্ষ প্রদানকারী সংস্থা ‘কিউথ্রি ভেঞ্চার্স’ তাদের কোডাক ও ট্রিভিউ ব্র্যান্ডের টেলিভিশনের জন্য এক ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ শুরু করল। এই পার্টনারশিপের আওতায় কোডাক ও ট্রিভিউ রেঞ্জের টিভি পাওয়া যাবে উড়ান প্লাটফর্মে।
উড়ান হল ভারতের বৃহত্তম বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) ই-কমার্স প্লাটফর্ম।কিউথ্রি ভেঞ্চার্স হল ভারতে কোডাক ও ট্রিভিউ ব্র্যান্ডের টেলিভিশনের অফিসিয়াল অফলাইন চ্যানেল পার্টনার। কোডাক ভারতের অন্যতম অগ্রণী ‘মেড ইন ইন্ডিয়া’ ব্র্যান্ড যারা স্মার্ট টিভি তৈরি করে এবং ট্রিভিউ হল থাইল্যান্ডের বৃহত্তম এলইডি টিভি নির্মাতা।
এবার কোডাক ও ট্রিভিউ রেঞ্জের টিভি পাওয়া যাবে উড়ান প্লাটফর্ম থেকে, পূর্ব ও উত্তরপূর্ব ভারতের ১০০টি শহরের লার্জ অ্যাপ্লায়েন্সেস রিটেলারদের মাধ্যমে। উড়ান প্লাটফর্মের ইলেক্ট্রনিক্স ক্যাটাগরি দেশের ১০০০ শহরের রিটেলারদের সরবরাহের দায়িত্ত্বে রয়েছে।