আইপিএলে ইতিহাসে তারা যা কোনও দিন করে দেখাতে পারেনি, সেটাই করল কলকাতা নাইট রাইডার্স। প্রথম বার আইপিএলের পয়েন্ট তালিকায় তারা এক নম্বরে শেষ করল। তা নিশ্চিত হয়ে যায় বুধবার রাজস্থান হারার সঙ্গে সঙ্গেই। এই মুহূর্তে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট কলকাতার। রাজস্থান রয়েছে ১৩ ম্যাচে ১৬ পয়েন্টে। বুধবারের আগে পর্যন্ত রাজস্থানই একমাত্র দল ছিল যারা কলকাতাকে টপকে যেতে পারত। কিন্তু কলকাতা যদি শেষ ম্যাচে হেরেও যায় তা হলেও রাজস্থান বা অন্য কোনও দল তাদের টপকাতে পারবে না। রাজস্থানের সঙ্গেই শেষ ম্যাচ কলকাতার।
কেকেআর অতীতে দু’বার আইপিএল জিতেছে। আরও এক বার ফাইনালে উঠেছে। তবে তারা কোনও বারই লিগ পর্যায়ে এতটা দাপট দেখাতে পারেনি। দ্বিতীয় বা তৃতীয় হয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে। এ বার শুরু থেকেই শ্রেয়স আয়ারের দল ভাল খেলেছে। ঘরের মাঠে সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে তারা। অ্যাওয়ে ম্যাচে ছ’টি ম্যাচে চারটিতে জিতেছে। তবে রাজস্থানের বিরুদ্ধে এবং প্লে-অফে কেকেআরকে ভোগাতে পারে ওপেনার ফিল সল্টের না থাকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে ইংল্যান্ডে ফিরে গিয়েছেন তিনি।