দুবাইয়ে বর্ষবরণের উৎসবে মাতোয়ারা কিয়ারা-সিদ্ধার্থ

কানাঘুষোয় শোনা যাচ্ছে আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রার চার হাত এক হতে চলেছে। বলি পাড়ার এই জনপ্রিয় জুটির বিয়ে নিয়ে আলাপ আলোচনার শেষ নেই! তার আগেই এই দুই বলি তারকাকে দুবাইয়ে বর্ষবরণের উৎসবে মাততে দেখা গেল। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে স্টোরিজে একটি ছবি শেয়ার করেন রবিবার। আর সেটার ক্যাপশনে লেখেন, ‘পছন্দের মালহোত্রারা।’

সেই ছবিতে সিদ্ধার্থের সঙ্গে তাঁর কাকু তথা বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাকেও দেখা গিয়েছে। ছবিটি ইনস্টাগ্রামে আদতে মণীশ মালহোত্রা শেয়ার করেছিলেন। সেই ছবিতে কিয়ারার পরনে একটি সবুজ রঙের ছোট পোশাকে দেখা গিয়েছে। করণ জোহর, মণীশ মালহোত্রার সঙ্গে এই বলি জুটি দুবাইয়ে বর্ষবরণের উৎসবে মেতে উঠেছিলেন।

এই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ছবিটি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।’