খাতাবুক অ্যাপ ব্যবহার বাড়ছে উত্তরপূর্বে

উত্তরপূর্বাঞ্চলে আরও বেশিসংখ্যক এমএসএমই-র কাছে পৌঁছে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ভারতের দ্রুত বর্ধনশীল ফিনটেক স্টার্ট-আপ খাতাবুক। খাতাবুক ভারতের এমএসএমই-গুলির ডিজিটাল চাহিদা পূরণের লক্ষ্যে সচেষ্ট।

দেশের খাতাবুক ব্যবহারকারী শীর্ষস্থানীয় ২০টি শহরের মধ্যে অন্যতম গুয়াহাটি। কোম্পানি এমএসএমই-গুলিকে আরও কর্মক্ষম করার জন্য যেসব ডিজিটাল অফারিং এনেছে সেগুলি হল – খাতাবুক, পগারখাতা ও বিজ অ্যানালিস্ট। খাতাবুক অসমীয়া-সহ ১৩টি ভারতীয় ভাষায় উপলব্ধ। উত্তরপূর্বাঞ্চলে ব্যবসায়ীরা প্রধানত তিনটি ভাষা বেশি ব্যবহার করেন – ইংরেজি, বাংলা ও অসমীয়া। এই অ্যাপ ব্যবহার করেন প্রধানত ফুড (ইটারি ও রেস্টুর‍্যান্ট), অ্যাপারেল ও ফুটওয়্যার, সার্ভিসেস, হেলথ, মোবাইল ও কমিউনিকেশন (শপ) এবং কিরানা ও গ্রোসারি ব্যবসায়ীরা। উত্তরপূর্বাঞ্চলের যে পাঁচটি শহরে খাতাবুক বেশি ব্যবহার হয় সেগুলি হল গুয়াহাটি, ইম্ফল, গ্যাংটক, শিলঙ ও ডিমাপুর। বর্তমানে উত্তরপূর্ব ভারতে ১১ লক্ষেরও বেশি ব্যবসায়ী খাতাবুক ব্যবহার করে থাকেন তাদের হিসাবপত্র ও ব্যবসায়িক লেনদেন ডিজিটাল উপায়ে সম্পাদনের জন্য।