বাংলার গন্ডি পেরিয়ে বিশ্বের দরবারে ‘খাদান’

বাংলায় এবং গোটা দেশে মুক্তির পর এবার আন্তর্জাতিক স্তরে মুক্তি পাচ্ছে দেবের ছবি ‘খাদান’। শুরুটা হচ্ছে দুবাই দিয়ে। আগামী ২৫ শে জানুয়ারি দুবাইতে মুক্তি পাবে দেব অভিনীত অ্যাকশন থ্রিলার। হাজির থাকবেন দেব, যিশু সেনগুপ্ত-সহ ছবির বেশ কয়েকজন সদস্য। দুবাইয়ের পর একে একে অন্যান্য দেশেও রিলিজ করবে ‘খাদান’। ছবির এই  সাফল্যে উচ্ছ্বসিত দেব।

বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে মুক্তি পেয়েছে ‘খাদান’। ৩ জানুয়ারি, শুক্রবার থেকে মুম্বই, পুণে-সহ দেশের আরও ৯টি রাজ্যে ছবিটি দেখানো হচ্ছে। আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে গিয়েছে দেব অভিনীত অ্যাকশন ছবিটি। শুধু তাই নয়, দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আমূলের বিজ্ঞাপনী ক্যানভাসে ফুটে উঠেছে ‘খাদান’-এর ‘কিশোরী’ ছবির গানটি।

ইতিমধ্যেই সেই গানে দেব এবং ইধিকা পালের রসায়ন মন কেড়েছে অনুরাগীদের। ‘খাদান’-এর মুকুটে এই নতুন পালক জুড়ে যাওয়ায় উচ্ছ্বসিত সকলেই। কোটির ঘরে প্রবেশ করেছে ‘খাদান’-এর আয়। বাংলা ছবির ম্লান গৌরবকে পুনরুজ্জীবিত করে জয়ধ্বজা উড়িয়েছেন দেব। সাফল্যের সেই দৌড় এখনও বহাল।