কেএফসি ইন্ডিয়া নিয়ে এল নতুন কেএফসি পেরি পেরি চিকেন। এ হল ক্রিস্পি, জুইসি কেএফসি চিকেন যার ওপরে রয়েছে সুবাসিত পেরি পেরি স্প্রিঙ্কল। এই নতুন প্রোডাক্টটি পাওয়া যাবে সব ধরণের হট অ্যান্ড ক্রিস্পি চিকেন ও চিকেন স্ট্রিপস-এর সঙ্গে। কেএফসি’র লিমিটেড টাইমের এই অফার পাওয়া যাবে কেএফসির সকল রেস্টুর্যান্টে এবং ডেলিভারির জন্য পাওয়া যাবে কেএফসি অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে।
পেরি পেরি স্প্রিঙ্কল সমৃদ্ধ পেরি পেরি চিকেনের উজ্জ্বল লাল রঙ ও তীব্র সুগন্ধ ক্রিস্পি, ক্রাঞ্চি কেএফসি চিকেনকে একেবারে পারফেকশনের চূড়ায় পৌঁছে দেবে। এই নতুন প্রোডাক্টটি লঞ্চ করেছেন সুপারস্টার আল্লু অর্জুন।
পেরি পেরি চিকেনের সঙ্গে কেএফসি’র ৫এক্স সেফটি প্রমিস থাকছে, যা ফুড সেফটি ও হাইজিনের নিশ্চয়তা প্রদান করে। পেরি পেরি চিকেন ও অন্যান্য প্রোডাক্ট অর্ডার দেওয়া যাবে কেএফসি অ্যাপ ও ওয়েবসাইট থেকে এবং পাওয়া যাবে সকল কেএফসি রেস্টুর্যান্টে।