শুরু হয়েছে কেএফসি-র ডিসেম্বর ফেস্ট

১৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে কেএফসি-র হট এবং ক্রিস্পি ডিসেম্বর ফেস্ট। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এই  ডিসেম্বর ফেস্টে হট অ্যান্ড ক্রিস্পি চিকেন এবং চিকেন স্ট্রিপের উপর বিশেষ আর্কষণীয় অফার দিচ্ছে কেএফসি। উল্লেখ্য, কোভিডের কথা মাথায় রেখে এই ফেস্টে  স্যানিটাইজেশন, স্ক্রীনিং, সামাজিক দূরত্ব এবং কন্টাক্টলেস সার্ভিস অর্থাৎ নিরাপত্তার সব রকম ব্যবস্থাই নেওয়া হয়েছে।

কেএফসি-র এই ডিসেম্বর ফেস্ট ‘দ্য মোর, দ্য ক্রিস্পিয়ার’-এর বিশেষ অফারটি হল- ৪ তারিখে চারটে, ৫ তারিখে পাঁচটা, ৬ তারিখে ছয়টা হট অ্যান্ড ক্রিস্পি চিকেন এবং চিকেন স্ট্রিপ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কেএফসি অ্যাপ, ওয়েবসাইট সহ দেশের সমস্ত কেএফসি রেস্তোরাঁয় এই অফারটি পাওয়া যাবে।কোভিডের জন্য গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সঠিক ভাবে সামাজিক দূরত্ব অনুসরণ করার জন্য কেএফসি-র রেস্তোরাঁগুলিতে ফ্লোর স্টিকার ব্যবহার করা হচ্ছে।  

এছাড়া কঠোর স্বাস্থ্যবিধি মেনে প্রতি ৩০ মিনিট অন্তর রেস্তোরাঁ স্যানিটাইজ যেমন করা হয় তেমনি ডেলিভারি রাইডার সহ সকল দলের সদস্যরা নিয়মিত তাপমাত্রা পরীক্ষা করেন এবং মাস্ক ও গ্লাভস পরেন।