ওয়ার্ল্ড ব্রেইল ডে উদযাপনের জন্য কেএফসি ইন্ডিয়া তাদের রেস্টুর্যান্টগুলিতে চালু করল ব্রেইল-ভিত্তিক মেনু। প্রথম পর্যায়ে এইরকম মেনু দেখা যাবে তাদের দিল্লি, মুম্বই, কলকাতা ও বেঙ্গালুরুর রেস্টুর্যান্টগুলিতে। এই মেনুর ডিজাইন করা হয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড-এর (ইন্ডিয়া) সহযোগিতায়। এই নতুন ধরণের মেনু দেশের পাঁচশতাধিক রেস্টুর্যান্টে পাওয়া যাবে খুব শীঘ্রই। এগুলি দৃষ্টিহীন গ্রাহকদের অর্ডার দেওয়ার ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে।
গতবছর কেএফসি ব্র্যান্ডের পক্ষ থেকে ‘কেএফসি ক্ষমতা’ উদ্যোগ শুরু করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল ২০২৪ সাল নাগাদ কেএফসি রেস্টুর্যান্টগুলিতে মহিলা কর্মীর সংখ্যা দ্বিগুণ করা এবং মূক-বধির কর্মী-চালিত ‘স্পেশাল কেএফসি’র সংখ্যা দ্বিগুণ করা। কেএফসি ক্ষমতা কর্মসূচির অঙ্গ হিসেবে গত সেপ্টেম্বর মাসে ‘স্পেশাল কেএফসি’ রেস্টুর্যান্টগুলিতে ‘ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজেজ’ উদযাপিত হয়েছে।
এছাড়াও, সম্প্রতি ইন্ডিয়ান ডিফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে হাত মিলিয়ে কেএফসির’র তরফে ইন্ডিয়ান ডিফ ক্রিকেট টিমগুলির প্রতি সাপোর্ট ও স্পন্সরশিপের কথা ঘোষণা করা হয়েছে।