রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের পিছিয়ে গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। শারীরিক পরিস্থিতির কারণ দেখিয়ে দিল্লির রউজ অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন করেছিলেন কেষ্ট।
তবে জুলাই পর্যন্ত পিছিয়ে গেল কেষ্ট মণ্ডলের জামিনের আবেদন। পরবর্তী শুনানি জুলাই মাসে। প্রসঙ্গত, গত বছর থেকে গরু পাচার মামলায় জেলবন্দি হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বহু টানাপোড়েনের পর বাংলার সীমানা পেরিয়ে বর্তমানে তার ঠিকানা দিল্লির তিহার। কেষ্ট জানিয়েছিলেন তার শরীর দিন দিন খারাপ হচ্ছে। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হার্টে ৭২ ও ৭৫ শতাংশ ব্লকেজের পাশাপাশি লিভারেরও সমস্যা রয়েছে। দু’বেলা ইনসুলিন নিতে হচ্ছে নেতাকে।
শারীরিক অবস্থার অবনতি দেখে অনুব্রত জেল হাসপাতালের বাইরে ডাক্তার দেখানোর অনুরোধও করেছিলেন। এরপর হাসপাতালে নানা পরীক্ষা করা হয় নেতার। উল্লেখ্য, পূর্বে এইমস ও সফদরজং, জিবি পন্থ হাসপাতালেও দেখানো হয়েছে অনুব্রতকে।